২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

শুধু এই কারণে শ্রীলঙ্কা থেকে এক দিনের জন্য ছুটে আসলেন শাকিব!

শুধু এই কারণে শ্রীলঙ্কা থেকে এক দিনের জন্য ছুটে আসলেন শাকিব!

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছিলেন শ্রীলঙ্কায়, হঠাৎ দেশে ফিরতে হলো ঢালিউড তারকা শাকিব খানকে। বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ারও সুযোগ পেলেন না তারকা। বিমান থেকে নেমে গিয়ে চড়তে হলো হেলিকপ্টারে! খুচরাব্যবসায়ীদের মিলনমেলায় যোগ দিতে শাহজালাল থেকে কক্সবাজারে যেতে হয়েছে শাকিব খানকে।

‘প্রিন্স’ ছবির শুটিং ফেলে বৃহস্পতিবার শাকিব খান দেশে এসেছেন।

কিছুদিন পরই ঈদুল ফিতর! অথচ ছবির কাজ শেষ না করেই কেন শ্রীলঙ্কা থেকে ফিরলেন শাকিব? অনুরাগীদের মাঝে চাপা উৎকণ্ঠা, কেন ফিরলেন শাকিব? নতুন কোনো বিজ্ঞাপনের কাজ? তবে কি ক্রমশ বিজ্ঞাপনচিত্রের মডেলে পরিণত হচ্ছেন এই তারকা!

অভিনেতার ফেসবুক পেইজ-এ দেখা গেল, কক্সবাজারের একটি হোটেলের হেলিপ্যাডে নেমেছে কপ্টার। সেই কপ্টার থেকে নামলেন শাকিব খান। বোঝা যাচ্ছিল, সংক্ষিপ্ত এই ভ্রমণ বেশ উপভোগ করছেন অভিনেতা। কানে শব্দরোধী অ্যাভিয়েশন হেডসেটে তাকে দেখাচ্ছিল বেশ ফুরফুরে।

কপ্টার থেকে বহুতল ওই হোটেলের ছাদে নামতেই ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান দুজন ব্যক্তি। 

অভিনেতার ফেসবুক স্টোরিতে দেখা যায়, একটি মঞ্চে একদল নৃত্যশিল্পীদের মধ্যমনি হয়ে বসে আছেন শাকিব খান। নেপথ্যে বাজছে তার করা একটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল। খোঁজ নিয়ে জানা যায়, একটি পণ্যের খুচরা বিক্রেতাদের মিলনমেলায় যোগ দিতে গিয়েছেন অভিনেতা।

উপস্থিত ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার ওই আয়োজনে যোগ দিতেই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। মূলত মোটা অংকের পারিশ্রমিকেই শ্রীলঙ্কা থেকে ছুটে আসেন তিনি-এমনতাই জানা গেছে একটি সূত্র থেকে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নির্ধারিত অনুষ্ঠান শেষে (২৩ জানুয়ারি) শুক্রবার তিনি আবার শ্রীলঙ্কায় ফিরে গেছেন। সেখানে গিয়ে ‘প্রিন্স’ সিনেমার অসমাপ্ত শুটিংয়ে অংশ নেবেন। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিব খানের অন্তত একটি সিনেমা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর