২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে চাপা পড়াদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

আজ শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, নিখোঁজদের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার ও তল্লাশি অভিযান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালানোর চেষ্টা করব। খবর আল জাজিরার। 

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস জানায়, শনিবার ভোর ২টার দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। 

প্রতিবেদনে বলা হয়, মাউন্ট বুরাংরাং পাহাড়ের ঢাল থেকে নেমে আসা পানি ও কাদামাটির প্রবল স্রোত গ্রামটির প্রায় ৩০টি ঘরবাড়ি ধ্বংস করে দেয়। তখন অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় পুলিশপ্রধান এওয়াই যোগাসওয়ারা জানান, ভূমিধসের সঙ্গে সঙ্গে হঠাৎ বন্যাও দেখা দেয়। তিনি বলেন, ঘটনার সময় বাসিন্দারা বিকট গর্জনের শব্দ শুনতে পান।

এওয়াই যোগাসওয়ারা আরও জানান, ইন্দোনেশিয়ার সেনাবাহিনী, আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণ সবাই মিলেই জরুরি উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

আরও বড় বিপর্যয়ের আশঙ্কায়, ভূমিধসপ্রবণ এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কমপাসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) জুড়ে বিস্তৃত।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এক সপ্তাহ ধরে পশ্চিম জাভা প্রদেশে ভারি বৃষ্টিসহ চরম আবহাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারার খবরে বলা হয়েছে, চিতারুম ও চিবীত নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ৩০টি উপজেলার মধ্যে ২০টিতেই বন্যা দেখা দিয়েছে। নদীর কাছাকাছি বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারি বৃষ্টির কারণে পূর্ব জাকার্তাতেও শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

গত মাসে উত্তর সুমাত্রা, পশ্চিম সুমাত্রা ও আচেহ প্রদেশে ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। ওই বিপর্যয়ে ভূমিকা রাখার সন্দেহে পরিবেশ ধ্বংসের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ইন্দোনেশিয়া সরকার।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর