
ছাত্রীকে নিয়ে উধাও , সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল
বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই শিক্ষকের শিশু ছেলে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। ফেসবুকের It’s Abraham নামে আইডি থেকে শিশুটি লিখেছে, ‘বাবা, তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে? জন্মের পর থেকে তুমি কোলে কোলে























